• androidiosphone
  • 11/12/2022
  • 407 Views

বড় ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা সহ সেরা 5G Smartphone, দাম 20000 টাকার কম

ভারতে 5G নেটওয়ার্ক চালু করার কাজ জোরকদমে চলছে। বড় বড় টেলিকম কোম্পানিগুলি নিজেদের 5G কানেকশন চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক দিন ধরেই। বিভিন্ন মহলের রিপোর্ট অনুযায়ী, এই বছরেই দেশে চালু হয়ে যেতে পারে 5G নেটওয়ার্ক। সুতরাং, আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে 5G ডিভাইসের কথা অবশ্যই আপনার মাথায় এসে থাকবে। এখন 5G ডিভাইস কিনলে, ভবিষ্যতে নতুন করে আবার নতুন ডিভাইস কেনার কথা ভাবতে হবেনা।

তবে অনেকেই 5G ডিভাইসের দাম অনেক বেশি হবে ভেবে পিছিয়ে আসেন। তাদের এই ভুল ধারণা থেকে বেড় করতেই এখানে আপনাদের Samsung, Xiaomi,Realme এবং অন্যান্য স্মার্টফোন কোম্পানির 20,000 টাকার মধ্যে সেরা 5G স্মার্টফোনগুলির সম্পর্কে জানানো হল। নতুন ডিভাইস কেনার আগে অবশ্যই ভালো ভাবে দেখে নেবেন এই স্মার্টফোনগুলি। এই স্মার্টফোনগুলি 5G নেটওয়ার্ক ছাড়াও বিশাল ব্যাটারি ব্যাকআপ, দুর্দান্ত ক্যামেরা এবং আরো অনেক আকর্ষণীয় ফিচার অফার করে।

বড় ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা সহ সেরা 5G Smartphone, দাম 20000 টাকার কম

Samsung Galaxy A22 5G

Samsung এর Galaxy সিরিজের এই 5G স্মার্টফোনটি 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং Android 11 অপারেটিং সিস্টেমে চলে। Samsung Galaxy A22 5G ফোনে MediaTek প্রসেসর রয়েছে এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ 5000 mAh। Samsung Galaxy A22 5G ফোনটির দাম 18,999 টাকা থেকে শুরু হয়।

​Xiaomi Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G ফোনটি MediaTek Dimensity 810 প্রসেসরে চলে। স্মার্টফোনটিতে 6.6-inch 1080x2400 পিক্সেল রেজোলিউশন সহ FHD+ ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটিতে একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে৷ Android 11 অপারেটিং সিস্টেমে, Redmi Note 11T 5G ডিভাইসটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এটি 5000 mAh ব্যাটারি ব্যাকআপ দেয়। Xiaomi Redmi note 11T 5G ফোনটি 17,999 টাকা থেকে পাওয়া যাবে।

Vivo T1 5G

Vivo T1 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটের সাহায্যে চলে। 5G ডিভাইসটি 4GB ভার্চুয়াল RAM এর পাশাপাশি 8GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসে। স্মার্টফোনটি 6.58-inch FHD+ ডিসপ্লে এবং Android 11 অপারেটিং সিস্টেমে চলে। ফোনটি 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। Vivo T1 5G ফোনে 5000 mAh ব্যাটারি এবং 18 W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Vivo এর স্মার্টফোনটির দাম মাত্র 15,990 টাকা থেকে শুরু।

Oppo A74 5G

Oppo A74 5G ফোনটিতে রয়েছে 6.4-inch FHD+ ডিসপ্লে এবং octa-core Qualcomm Snapdragon 480 প্রসেসর। স্মার্টফোনটিতে 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও, ফোনটি 5,000 mAh ব্যাটারি এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসে। স্মার্টফোনটি 17,990 টাকায় কেনা যাবে।

Realme 8s 5G

Realme 8s 5G ফোনটি octa-core MediaTek Dimensity 810 প্রসেসর এবং 6GB/8GB RAM এর সাথে পাওয়া যাবে। ফোনটি Android 11 এর Realme UI অপারেটিং সিস্টেমে চলবে। ক্যামেরা ফিচারে ফোনটিতে রয়েছে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে 64 মেগাপিক্সেল মেন সেন্সর, 2 মেগাপিক্সেল B&W সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এছাড়াও, সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। 5G ফোনটি 5000 mAh ব্যাটারি এবং 33W Dart চার্জিং সাপোর্টের সাথে আসবে। Realme 8s 5G ফোনটি 17,950 টাকায় পাওয়া যাবে।